চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল কুমিরা পর্যন্ত সম্প্রসারিত হবে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল কুমিরা পর্যন্ত সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন নৌ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম।
সংরক্ষিত এলাকায় যেন কেউ স্থাপনা গড়তে না পারে, সেদিকে নজর রাখতে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি। দুপুরে বন্দর ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রফিকুল ইসলাম আরো বলেন, বন্দরের কার্গোর জন্য ডেলিগেটেড সড়ক ও রেলপথ থাকতে হবে। এটি সবচেয়ে জরুরি। অন্যদিকে, পদ্মা সেতু চালু হলে জিডিপিতে দেড় শতাংশ প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করেন নৌ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি। এ সময় কমিটির সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান মিতা, ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এবং বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ ছালামসহ বন্দর ব্যবহারকারীরা বক্তব্য রাখেন।

 
																			 
																		










