চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

- আপডেট সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের দুটি গ্রুপে বিভক্ত চট্টগ্রামের আর ১০টা শিক্ষা প্রতিষ্ঠানের মতো চুয়েট ছাত্রলীগও। গেলো রোববার দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন আহত হয়। এর জের ধরে সোমবার ও মঙ্গলবার রাতে কুদরত ই খোদা ও শেখ রাসেল হলের অন্তত ১১ টি কক্ষের তালা ভেঙ্গে শিক্ষার্থীদের মালামাল লুট করে নেয় প্রতিপক্ষরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ক্যাম্পাসে। এতেও উত্তেজনা না কমায় দুপুরে ২০ দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।