চট্টগ্রাম নগরীর কয়েক এলাকায় হাঁটু পানি

- আপডেট সময় : ০২:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে রাতে ও ভোরে প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে।
মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে বন্দরনগরীর চট্টগ্রামের মুরাদপুর, হালিশহর, আগ্রাবাদ, ষোলশহর, বাকুলিয়াসহ বিস্তৃর্ণ নিচু এলাকা। বন্দরনগরীর থেমে থেমে বৃষ্টি সকালে শুরু হয় মুষলধারে। রাস্তাঘাট ছাপিয়ে আবাসিক এলাকা ও বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সিরাজগঞ্জের ওপর দিয়ে রাতে বয়ে যাওয়া ঝড়ে গাছপালা, ঘরবাড়ি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি ও উজানের ঢলে যমুনা নদী তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইউনিয়নের আরকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামে নদী ভাঙ্গণ শুরু হয়েছে। যমুনা গর্ভে বিলীন শাহজাদপুরের ২৫ বাড়িঘর।
প্রচণ্ড ঝড়ে খাগড়াছড়ি জেলা শহরের আলুটিলায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি এবং গুইমারায় গাছ ভেঙে সারা দেশের সাথে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কালবৈশাখী ঝড়ে ভোলায় বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আরেকটি খালি বাল্কহেড তুলাতুলি মাছঘাটের ৩টি দোকানে ধাক্কা দিলে দোকানগুলো দুমড়ে মুচড়ে যায়।