চট্টগ্রাম নগরীতে দিন দিন কমছে কৃষি জমি
- আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীতে দিন দিন কমছে কৃষি জমি। কমছে আবাদ। কৃষি কর্মকর্তারা বলছেন, নগরায়নের পাশাপাশি চাষের জন্য পানি ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে কমছে আবাদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, ডবলমুরিং ও পাঁচলাইশ এলাকায় বিস্তীর্ন জমিতে হয় কৃষি কাজ। এ বছরও ধানের চাষাবাদ শেষে ধান কেটে ফসল ঘরে তোলার কাজ চলছে। এছাড়া শীতকালীন সবজিও আবাদ করেছেন কৃষকরা।
তবে, শংকার কথা এবছর চট্টগ্রাম মহানগরীতে কমেছে চাষাবাদ। কৃষি বিভাগের হিসেবে, চলতি বছর ৬’শ ৮৮ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র ৪৭৭ হেক্টর জমিতে। আর লাল শাক, পালং শাক, ফুলকপি ও বাধাকপিসহ শীতকালীন সবজি গত অর্থবছেরর ন্যায় ৮৭৩ হেক্টর জমিতে আবাদের আশা করলেও তা অন্তত ২০ হেক্টর কমেছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিত নগরায়ন সমস্যা আগে থেকে থাকলেও চট্টগ্রাম নগরীতে চাষাবাদ কমে যাওয়ার অন্যতম কারন সুয়ারেজ সমস্যা, কৃষির জন্য পানির সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতা।
একইসাথে উন্নত প্রযুক্তি ও নতুন জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।














