চট্টগ্রাম টেস্টে বড় লিডের পথে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে বড় লিডের পথে বাংলাদেশ। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত স্বাগতিক সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান।
তাতে ৩২০ রানের লিড বাংলাদেশের। ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। এদিন ২৬ রান যোগ করে আউট হন মুশফিকুর রহিম। কর্নওয়ালের স্পিনে কাটা পড়েন ১৮ রান করা মুশফিক। তবে, ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন মমিনুল। পঞ্চম উইকেটে ৭৬ রানের অবিচ্ছ্বিন্ন জুটিতে লড়ছেন মমিনুল-লিটন। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ২৫৯ রানের অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন মেহেদী মিরাজ।