চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান

- আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। এর আগে, হাসান আলীর বোলিং তোপে প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগেই ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ।
এদিন ৭৭ রান তুলতে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ভালো শুরু এনে দিতে পারেননি আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লিটন ও মুশফিক। এদিন স্কোর বোর্ডে মাত্র ২ রান যোগ করে আউট হন লিটন। এতে মুশফিকের সঙ্গে ভাঙে ২০৬ রানের জুটি। ১১৪ রান আসে লিটনের ব্যাট থেকে। সুবিধা করতে পারেননি অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। অভিষেক ম্যাচে ৪ করে ফিরেছেন তিনি। সঙ্গী হারিয়ে পথ হারিয়েছেন মুশফিকও। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মুশি থেমেছেন ৯১ রানে। এরপর তাইজুল, রাহী, ইবাদতদের আশা যাওয়ার মিছিলে ৩৮ রানে অপরাজিত থেকে দলের স্কোর তিন’শ পার করেছেন মেহেদি মিরাজ। পাঁচ উইকেট নিয়েছেন হাসান আলী। এর আগে ৪ উইকেটে ২৫৩ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাগরিকায় আলো ছড়ান লিটন মুশফিক। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে লিটন অপরাজিত ছিলেন ১১৩ রানে।