চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় টাইগাররা।
দু’শ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। দিনের শুরুতে হতাশ করেন মুশফিকুর রহিম। এদিন ৪ রান যোগ করে আউট হন মুশফিক।
৬ষ্ঠ উইকেটে দলের হাল ধরেন লিটন ও ইয়াসির আলী। তবে ৩৬ করে ইয়াসির রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে আবারও চাপে পরে বাংলাদেশ। তার কনকাশন বদলি হিসেবে ব্যাট করেন নুরুল হাসান সোহান, আউট হন ১৫ রানে। এরপর ক্যারিয়ারের ১০ম ফিফটিতে আলো ছড়িয়েছেন লিটন তবে ইনিংস বড় করতে পারেননি। ৫৯ রানে আউট হন লিটন। মাঝে ১১ রানে সাজঘরে ফেরেন মেহেদি মিরাজ। পাঁচ উইকেট নেন শাহীন আফ্রিদি। এর আগে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।















