চট্টগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ ও পিরোজপুরে করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ ও পিরোজপুরে করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে জ্বর সর্দি কাশির মতো করোনা উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য। সবাই দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ শ্বাসকস্ট জনিত রোগে ভুগছিলেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা উপসর্গে আব্দুর রহমান নামে এক চা-বিক্রেতার মৃত্যু হয়েছে। ঈদের পর থেকে তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। গত রাতে মারা যাবার পর পরিবারের সবাই ভয়ে তার কাছে যাওয়া বন্ধ করে লাশ দাফনে বিরত থাকে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে রাতে তাকে দাফন করে।
করোনা উপসর্গে ময়মনসিংহের এসকে হাসপাতালে ত্রিশাল উপজেলার ধলা আর্দশ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কামরুল হুদা শাকেরের মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টে ভোগায় গতরাতে হাসপাতালে ভর্তির পর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, করোনা উপসর্গে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন সখিনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুপুরে তার মৃত্যু হয়। মৃত সখিনা বেগম বানরীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।