চট্টগ্রামে শিশু মিমকে হত্যার দায়ে আট আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত
- আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে শিশু মিমকে হত্যার দায়ে আট আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে, খুলনায় স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত।
সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিল সাত আসামি। বাকি একজন পলাতক। ২০১৮ সালের ২১শে জানুয়ারি আকবর শাহ থানার বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন।
এদিকে, খুলনার রূপসা উপজেলার সল্প বাহিরদিয়া গ্রামে স্কুলছাত্রী শিমলা খাতুন হত্যা মামলায় মোহাম্মদ রনি হাওলাদার নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা গেছে ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার হোসেন কর্মস্থল থেকে ফেরার সময় বাড়ির উঠানে তার কন্যা শিমলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমলাকে মৃত ঘোষণা করেন। এঘটনার পরদিন শিমলার বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন।
























