চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অবস্থান কর্মসুচিতে হামলা, আহত ১৫
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অবস্থান কর্মসুচিতে হামলা চালিয়েছে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের সমর্থকরা। এতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতি বাশঁখালীর একটি মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর অভিযোগে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচী পালন করে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। হঠাৎ করে এমপির অনুসারিরা লাঠি সোঠা সহকারে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।















