চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, দুটি পরিবারের ৮ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকুলিয়ায় নালা দিয়ে বের হওয়া গ্যাস– ভবনে ঢুকে বিস্ফোরণ ঘটলে দুটি পরিবারের ৮ জন আহত হয়েছে। বিস্ফোরণে ওই ভবনটিও ধ্বসে পড়েছে।
এ ঘটনায় আশপাশের আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা থেকেই ওই ভবনটিতে গ্যাস প্রবেশ করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে গ্যাস লাইন বন্ধ করে দিয়ে যায়। কিন্তু রাতের বেলায় বিকট বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বন্ধ একটি নালার পাশে ভবনটির অবস্থান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নালায় উৎপাদিত গ্যাস সেপটিক ট্যাংক দিয়ে ভবনে ঢোকে। পরবর্তীতে ইলেকট্রিক লাইনের স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।



























