চট্টগ্রামে বিমান ধরের খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনীদের গ্রেফতারের দাবিতে আধাবেলা দোকান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।
প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খুনিদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়েছিলো সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় মানববন্ধন করে স্বর্ণ ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসুচীর ঘোষণাও দেন তারা। গেল ৬ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পটিয়া উপজেলার গৈড়লায় রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন বিমান ধর।