চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব নির্মাণ কাজ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব নির্মাণের কাজ শুরু হয়েছে। সকালে ভার্চুয়াল পদ্ধতিতে কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ইতিমধ্যে এই টানেলের ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে। করোনার কারণে কিছুটা হোচট খেলেও নির্ধারিত সময় ২০২২ সালের আগেই কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে নদীর ওপারের আনোয়ারা, কর্ণফূলী, বাঁশখালীর পরিত্যক্ত এলাকাগুলো পরিকল্পিত নগরী গড়ে উঠবে। যা চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাইন হিসেবে পরিচিত হয়ে উঠবে। এছাড়া ভবিষ্যতে কক্সবাজার-টেকনাফ হয়ে মিয়ানমারের ওপর দিয়ে চীন পর্যন্ত যে এশিয়ান হাইওয়ে নির্মাণের পরিকল্পনা আরও একধাপ এগিয়ে গেলো বলেও জানান তিনি।