চট্টগ্রামে প্রথম বারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে প্রথম বারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৬৭ বছর বয়সী ওই ব্যক্তিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
গেলো রাতে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হবার পর গরীবুল্লাহ শাহর মাজার এলাকার তার বাসাসহ আশপাশের ৬টি বাসা লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন। চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি জানান, আক্রান্ত ব্যক্তিকে বৃহস্পতিবার তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। উপসর্গ দেখে করোনা সন্দেহ হলে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠায়। সেখানে পরীক্ষার পর শুক্রবার রাতে পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি ওমরা ফেরত এক আত্মীয়ের সংস্পর্শে ছিলেন।