চট্টগ্রামে চোরাই মালামালসহ অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিপুল পরিমান চোরাই স্বর্ণালঙ্কারসহ দুই জন ও চেতনানাশক ওষুধসহ অজ্ঞানপার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন যানবাহনে উঠে চেতনানাশক ওষুধের মাধ্যমে ছদ্মবেশে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিতো। এছাড়া বিভিন্ন সিএনজি অটোরিক্সায় যাত্রী সেজে উঠে চালককে অজ্ঞান করে গাড়িও ছিনতাই করতো। চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও নোয়াখালীতে এই সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় রয়েছে। এছাড়া রাতে নগরীর গণি বেকারী এলাকা থেকে আনোয়ার নামে আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে দেওয়ান বাজার এলাকা থেকে দুলাল নামের আরো একজনকে আটক করা হয়। তারকাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কারসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ গণমুক্তি ফৌজের শীর্ষ দুই সন্ত্রাসীকে আটক করেছে রেব। গ্রেপ্তারকৃত ওই দুই সন্ত্রাসী জেড এম সম্রাট ও দ্বীন ইসলাম রাসেল। রেব- ১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান,আটককৃতদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।



















