চট্টগ্রামে খেলতে গিয়ে খালে পড়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে খেলতে গিয়ে খালে পড়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
লিজা কলোনীর শিশুরা দুপুরে খালের পাড়ে খেলতে গেলে শামীম নামের এক শিশু খালে পড়ে যায়। এসময় শামীমের খালাতো ভাই রবিউল তাকে বাঁচাতে খালে নামে। গভীরতা বেশি থাকায় তারা দু’জনই ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে।
এদিকে, নওগাঁর পত্নীতলায় সড়কের পাশ থেকে মেহেদী হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাতাজী সড়কের ঘোষনগর এলাকায় সড়কের পাশে সকালে মেহেদী হাসানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার পায়ের নিচে জখম এবং শরীরের বেশকিছু স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।