চট্টগ্রামে করোনা মোকাবিলায় কেএসআরএমে’র কর্মকর্তা-কর্মচারীদের ৩০ লাখ টাকা দান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকের তহবিলে নিজেদের বেতনের ৩০ লাখ টাকা দান করেছে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ- কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারীরা।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের কাছে ৩০ লাখ টাকার চেক হস্তন্তর করেন কেএসআরএম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধি দল। এসময় বৈশ্বিক এই দুর্যোগ মোকাবিলায় সব শিল্প প্রতিষ্ঠান ও বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। জেলা প্রশাসকের কাছে চেকটি হস্তান্তর করেন কেএসআরএম-এর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল ইসলাম।