চট্টগ্রামে করোনা মোকাবিলার প্রস্তুতি এখনো কাগজে কলমে সীমাবদ্ধ

- আপডেট সময় : ০২:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা মোকাবিলার প্রস্তুতি এখনো কাগজে কলমে সীমাবদ্ধ। ৪৮ ঘন্টার মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালকে বিশেষায়িত হিসেবে প্রস্তুত করার কথা থাকলেও, পাঁচ দিনেও তা হয়নি। বন্দরনগরীতে পৌছেনি করোনা সনাক্তের কিট। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, খুব শিগগির সব সরঞ্জাম এসে পৌছবে। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার পাশাপাশি তা ছড়িয়ে পড়া রোধে কড়া পদক্ষেপ না নিলে, ভয়াবহ পরিস্থিতির সম্মুখিন হতে হবে।
১৯ মার্চ করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি সভায় ৪৮ ঘন্টার মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম সর্বাধুনিক হাসপাতাল প্রস্তুত করার ঘোষণা দেন বিভাগীয় কমিশনার।
অথচ পাঁচ দিন পর সোমবার দুপুরেও হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, পরিত্যাক্ত একটি ভবন রং-চং লাগানো ছাড়া কোন প্রস্তুতি নেই। স্বাস্থ্য বিভাগের দাবি, করোনা সনাক্তকরণ কিটসহ আধুনিক চিকিৎসা সামগ্রী আনতে ঢাকায় যাওয়া টিম দুই এক দিনের মধ্যেই ফিরবে।
এদিকে করোনা ভাইরাস সম্পর্কে ভয়ংকর সব তথ্য দিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ।
বিপর্যয়ের আগে এখনো লাগাম টানার সুযোগ আছে বলেও জানান তিনি। ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালের পর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, ও রেলওয়ের বক্ষব্যাধী হাসপাতালকে করোনা ভাইরাসের জন্য ডেটিকেটেড হাসপাতাল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। কিন্তু বাস্তবায়নের কাজ এখনো শুরু হয়নি।