চট্টগ্রামে এশিয়া জুয়েলস-এর নতুন আউটলেট উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
দেশের সমসাময়িক ও ঐতিহ্যবাহী গয়নার অন্যতম উদীয়মান ব্র্যান্ড এশিয়া জুয়েলস চট্টগ্রামে তাদের নতুন আউটলেটের যাত্রা শুরু করেছে। ব্র্যান্ডটির দেশের বাজারে সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নতুন আউটলেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাহক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়ান জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এশিয়া জুয়েলস-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী তাসনুভা খান নতুন আউটলেট উদ্বোধনকে অত্যন্ত আনন্দের বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। মান, নকশা এবং কারুকার্যের সমন্বয়ে তৈরি গয়না নিয়ে আমরা সবসময়ই গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে সচেষ্ট।’
স্বতন্ত্র নকশা, ব্যতিক্রমী মান এবং আন্তরিক গ্রাহকসেবার মাধ্যমে এশিয়া জুয়েলস ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন আউটলেটটি আধুনিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের গয়নার সমৃদ্ধ সংগ্রহ নিয়ে ক্রেতাদের আরও উন্নত কেনাকাটার অভিজ্ঞতা দেবে। দেশব্যাপী ব্র্যান্ডটির উপস্থিতি আরও শক্তিশালী করা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে এশিয়া জুয়েলস-এর এই সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।



















