চট্টগ্রামে এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৮ জনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার- উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর চকবাজার এলাকার বাসিন্দা ওই নারী তার গ্রামের বাড়ি রাঙ্গুনীয় থেকে ফিরছিলেন গতরাতে। কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি থেকে নেমে রিক্সায় ওঠেন তিনি। এসময়ে সঙ্ঘবদ্ধ ওই ধর্ষক দল আলাদা দুটি সিএনজি অটোরিক্সায় তার পিছু নেয়। একপর্যায়ে ওই নারীকে বহনকারী রিক্সাটি আরকান রোডের মৌলভী পুকুর পাড়ের নির্জন এলাকায় পৌছুলে তাকে জোরপূর্বক রিক্সা থেকে নামিয়ে পাশের গলিতে নিয়ে ৮/১০ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এসময় নির্যাতনের শিকার ওই নারী অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নির্যাতিতা ওই নারীর দেয়া তথ্যমতে ভোর ৪টা থেকে অভিযান শুরু করে পুলিশ। শুরুতেই এই চক্রের মুল হোতা জাহাঙ্গীরকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য ধরে বাকি ৭ জনকে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
























