চট্টগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বইয়ের দোকান পুড়ে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯২১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আন্দরকিল্লায় অগ্নিকাণ্ডে তিনটি বইয়ের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সকালে হঠাৎ করেই প্রতিভা লাইব্রেরী নামের একটি বইয়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই তা আশপাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে শুক্রবারে দোকানগুলো বন্ধ থাকায় সাটার ভেঙ্গে আগুন নির্বাপনে বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় একঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।