চট্টগ্রামের সীতাকুন্ডে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ

- আপডেট সময় : ০৯:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে এ প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী ৯ জুন বাজেট পেশ করা হবে।
কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীরের সভাপতিত্বে শুরু হয় ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন।
সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ প্রয়াত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট্র ব্যক্তিবর্গের মৃত্যুতেও শোক জানানো হয়।
এরপর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ সদস্যরা। এ সময় বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেন, দলীয় বিবেচনায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সরকার।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপিই রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিষ্ঠান বন্ধ করেছিলো।
বাজেট ছাড়াও এই অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল উপত্থাপন এবং পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।