চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ২১৭৪ বার পড়া হয়েছে
দুই চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ ঘণ্টা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা।
সকাল ৬ টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন চিকিৎসকরা।এসময় চট্টগ্রামের সমস্ত প্রাইভেট হাসপাতালে নতুন রোগী ভর্তি ও বেসরকারী ল্যাবে সবধরণের পরীক্ষা বন্ধ থাকবে।এতে বিপাকে পরেছে বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।তবে চিকিৎসক নেতারা বলছেন,মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সরকারী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।এছাড়া তাদের দাবী না মানলে সামনে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান বিএমএ।