কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারে দু’জন নিহত

- আপডেট সময় : ১২:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আনসার ওরফে কালু মিয়া নামের একজন নিহত হয়েছে।
শুক্রবার রাত ৩ টার দিকে বাঁশখালীর বাহারছড়া এলাকার মদিনা ব্রিকফিল্ডর পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আনসার এলাকার চিন্হিত সন্ত্রাসী। গেল মঙ্গলবার রাতে সামাজিক বিরোধের জের ধরে আনসার তার দলবল নিয়ে একই এলাকার খালেদ ও ইব্রাহিম নামের দুই হাফেজের ওপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আনাসারকে প্রধান অভিযুক্ত করে মামলা করে নিহতদের পরিবার। রাতে আনসার ও তার সঙ্গীদের মদিনা ব্রিকফিল্ড এলাকায় অবস্থানের খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে।নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আরিফের বিরুদ্ধে সন্ত্রাস,হত্যাসহ বিভিন্ন অভিযোগে অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।