চট্টগ্রামের খালগুলো থেকে এখনো বাধ অপসারণ করেনি সিডিএ

- আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বর্ষা মৌসুম এলেও চট্টগ্রামের খালগুলো থেকে এখনো বাধ অপসারণ করেনি সিডিএ। ইতোমধ্যে হালকা বৃষ্টিতেই তিনবার পানিতে ডুবেছে বন্দর নগরী।নগরবদিরা মনে করনে,বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের আন্তরিকতার অভাব আর সমন্বয়হীনতায় হাজার কোটি টাকার প্রকল্পের সুফল পাচ্ছে না নগরবাসী । সিডিএ বলছে, চলতি মাসেই বাধগুলো অপসারণের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক করা হবে।
ঈদের পরদিন ভোরে মাত্র ২৩ দশমিক শুন্য ৫ মিলিমিটার বৃষ্টিতেই হাটু পানিতে ডুবে যায় চট্টগ্রামের নিচু এলাকাগুলো।
একসপ্তার মাথায় সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ১২ দশমিক শুন্য ৮ মিলিমিটার বৃষ্টিত দুই দফায় হাবুডুবু খায় বন্দর নগরী। এই দুই দিনই বৃষ্টির সময় সাগরে ভাটা ছিলো। জোয়ার থাকলে অবস্থা আরো ভয়াবহ হতো।
নগরীর পানি নিস্কাশনের সবগুলো খালের বিভিন্ন পয়েন্টে বাধ দিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে সিডিএ। এপ্রিলের আগে কাজ শেষ না হলে বাধগুলো অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার কথা থাকলেও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কথা রাখেনি বলে অভিযোগ নগরবিদদের।
তবে সিডিএ বলছে, কাজের সুবিধার্থে খালের অনেক পয়েন্টে বাধ দেয়া হয়েছে। আগামী ১৫/২০ দিনের মধ্যেই তা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদুরদর্শিতা আর উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে খাতা কলমে প্রকল্পের কাজ অর্ধেকের বেশি শেষ হলেও সুফল আসেনি একটুও।