চট্টগ্রামের আঞ্চলিক প্রধান এরশাদুল হকসহ ১৫ জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৯৭৯ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরির চট্টগ্রামের আঞ্চলিক প্রধান এরশাদুল হকসহ ১৫ জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লিফলেট, জিহাদী বই, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নগরীর ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কোচিংয়ে যাবার কথা বলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হতো বলে জানায় তারা। এর আগে নগরীর একটি মসজিদে রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় প্রথমে দুই জনকে পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকুলিয়া, চাঁন্দগাওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংগঠনের ১৫ সদস্যকে গ্রেফতার করা হয়।























