ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ এর জেরে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে

- আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ এর জেরে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
গেলো রাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। উপকূলীয় এলাকায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। সকল মাছ ধরা সকল ট্রলার সমূহকে নিরাপাদ আশ্রয়ে থাকবে বলা হয়েছে। প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
এদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। ‘জাওয়াদ’ এর প্রভাবে পিরোজপুরে আবহাওয়ার গুমোট হয়ে আছে। ফলে সন্ধ্যা রাতে কিছুটা ঠান্ডা থাকলেও মধ্য রাত থেকে ভ্যাপসা ঘরম পড়ছে। পিরোজপুরে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।