ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবিলায় ব্যাপক প্রস্ততি নিয়েছে জেলা প্রশাসন

- আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবিলায় বরিশাল,কক্সবাজার, বাগেরহাট, ঝালকাঠি, সাতক্ষীরা ও মৌলভীবাজারে ব্যাপক প্রস্ততি নিয়েছে জেলা প্রশাসন।
সকাল ৯টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ১০ লাখ ৬৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এর আগে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক মোঃ আব্দুর রশিদ জানান, সকালে কিছু মানুষ আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে চলে যান।
ঘূর্ণিঝড় আম্পান কক্সবাজার সমুদ্রবন্দরকে থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট বেড়েছে।এদিকে কক্সবাজারে ভোর ৫টা থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কখনো মেঘের ভেতর থেকে সূর্য উঁকি দিচ্ছে ।
বঙ্গপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলাবাসী। করোনা সংক্রমনের ঝুকি থাকা সত্তেও রাতে আশ্রয়কেন্দ্রে অনেকে এক সাথে থেকেছে তারা। ১৫ হাজার গবাদিপশুকেও আশ্রয়কেন্দ্রে নিরাপদে রাখা হয়েছে।
দক্ষিনের উপকুলীয় জেলা ঝালকাঠিতে বিভিন্ন স্থানে ১ হাজার ৮৪৩ জন আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে নদী তীরবর্তী বাসিন্দারা।
সাতক্ষীরার উপকূলে উত্তাল হয়ে উঠেছে নদ-নদী। ১ লাখ ৫৯ হাজার ৮৭০ জন মানুষ আশ্রয় নিয়েছেন । সময় যতই এদিয়ে আসছে সাথে সাথে ঝড় হাওয়া ও জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে। জেলা নিয়ন্ত্রণ কক্ষ জানায়,সুপার সাইক্লোন আম্পানের কবল থেকে রক্ষা পেতে জেলায় ১ হাজার ৮৪৫ টি আশ্রয় কেন্দ্রো খোলা হয়েছে।
ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে । উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর ।পায়রা সমূদ্র বন্দর এলাকা সমূহে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল থেকে পটুয়াখালীর স্থানীয় নদ-নদী গুলো পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে জেলার নিন্মাঞ্চলের ছোট ছোট অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে জোরের পানি ঢুকতে শুরু করেছে। কলাপাড়ায় নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে মৌলভীবাজারে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।