ঘুষ যায় চট্টগ্রাম-লাইসেন্স দেয় বরিশাল বিআরটিএ
- আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঘুষ লেন-দেন চট্রগ্রামে আর কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে বরিশাল বিআরটিএ কার্যালয়ে। এরকম অভিযোগের মধ্যেই, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ভারী থেকে হালকা সব ধরনের যানবাহনের লাইসেন্স মিলছে বরিশালে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ।
অভিযোগ উঠেছে, ড্রাইভিং লাইসেন্স করতে নারায়নগঞ্জ-চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী-লক্ষ্মীপুর ও মৌলভীবাজার থেকে দল বেঁধে লোক আসছে বরিশাল বিআরটিএ কার্যালয়ে। প্রয়োজনীয় কাজ সেরে সন্ধ্যায় লঞ্চে ফিরে যাচ্ছে তারা।গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারী থেকে হালকা যানের লাইসেন্স নিয়েছে অনেকে। এ জন্য অনলাইনে ঘুষ লেন-দেন হয়েছে চট্টগ্রামে থাকা এক ব্যক্তির সাথে। তার নির্দেশেই ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে চুক্তিকারীরা। কারো মুখোমুখি হতে হয়না কাউকে।
এই লাইসেন্সধারীদের হাতে সড়কে মানুষ মরবে বলে শংকা জানান, স্থানীয় টিআইবি নেতা।অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায়, বিআরটিএ। বিআরটিএ কর্মকর্তার সাক্ষাৎকার নেয়ার পর, এ ধরনের কর্মকান্ড কিছু দিন বন্ধ ছিল। এখন দল বেধে আসা কমলেও, প্রতিদিন একই পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে ১০ জন বিআরটিএ কার্যালয়ে আসছে বলে জানা গেছে।























