ঘুরতে যাওয়া মানুষের ভীড়ে যানজট তৈরি হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
টানা ৩ দিনের ছুটিতে নিজ বাড়ি ও বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া মানুষের ভীড়ে যানজট তৈরি হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। সেইসঙ্গে ফেরির সংকট থাকায় চরম দুর্ভোগ পড়েন পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের।
ফলে শীতের মধ্যে যানবাহন শ্রমিক এবং হাজার হাজার যাত্রী ঘন্টা ঘন্টার পর অপেক্ষা করছেন ফেরির জন্য। সকাল থেকে ছোট বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারপার হচ্ছে। পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পাটুরিয়া প্রান্তে সকালে দিকে শতাধিক যাত্রীবাহী বাস, ৪ শতাধিক ছোট যানবাহন এবং উথুলি সংযোগ মোড় ও ট্রার্মিনাল ও মহাসড়কে ৭ শতাদিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, অগ্রাধিকার ভিত্তিতে পারাপার চলছে।