ঘুম ভাঙেনি রাজশাহী সিটি কর্পোরেশনের

- আপডেট সময় : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ে যখন বাংলাদেশসহ গোটা বিশ্বেই চলছে তোলপাড়, তখনও ঘুম ভাঙেনি রাজশাহী সিটি কর্পোরেশনের। জনসচেতনতা তৈরিতে মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কোনো কর্মসুচিই চোখে পড়েনি নগরবাসীর। এমন জাতীয় দুর্যোগের সময়ে নীরব বড় রাজনৈতিক দলগুলোও। এমন কি স্বাস্থ্যবার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে ছুটে যায়নি সামাজিক সংগঠনগুলো। এ অবস্থায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকরা।
করোনা পরিস্থিতিকে মহামারি ঘোষণা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। আর দেশে তিনজন শনাক্ত হওয়ার পর শঙ্কা জেগেছে সবার মাঝেই। এরইমধ্যে সরকারি উদ্যোগে পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অথচ এখনো মাঠে নামেনি রাজশাহী সিটি কর্পোরেশন। তবে ১১ মার্চ নগর ভবনে বসে নিজেদের মধ্যেই কেবল সভা করে তারা। কিন্তু ওই সভার কোনো সিদ্ধান্তই মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়নি। নগরীতে জনসচেতনতা তৈরিতে নিজেদের ব্যর্থতার কথা অবশ্য স্বীকার করলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
এদিকে, করোনা সচেতনতায় এখনো নীরব রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, সাধারণ মানুষ নয়, কেবল নিজ দলের নেতাকর্মীদেরই মাঝে তারা সচেতনতার কাজ শুরু করেছেন। আর আওয়ামী লীগ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় যেতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন পর্যবেক্ষকরা।