ঘরোয়া ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এনামুল হক বিজয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৯৩৩ বার পড়া হয়েছে
ঘরোয়া ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রান-মেশিন এনামুল হক বিজয়। আসরে ১২ ইনিংসে দুই সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৮৭৮ রান করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ তারকা।
২০১৮-১৯ মৌসুমে ডিপিএলের এক আসরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক আসরে ৮০০’র বেশি রানের রেকর্ড ছিল সাইফের দখলে। এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন বিজয়। তাও কিনা মাত্র ১২ ম্যাচ খেলেই। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে ৭৩ রানের ইনিংসে খেলে এ রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়। বিজয় ছাড়াও চলতি আসরে ৮০০ রানের সামনে দাঁড়িয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের নাইম ইসলাম। তিনি ১১ ম্যাচে করেছেন ৭৮২ রান। চলতি লিগে আরও বাকি রয়েছে তিন ম্যাচ।
























