ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ অথচ মাঠের লড়াইয়ে নেই স্বাগতিকরা

- আপডেট সময় : ০১:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ অথচ মাঠের লড়াইয়ে নেই স্বাগতিকরা। ঠিক যেন ঘরের মাঠে পরবাসী সংযুক্ত আরব আমিরাত। তবে আক্ষেপ নেই বরং প্রত্যাশার কথা জানিয়েছেন আরব আমিরাতের ক্রিকেটাররা। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় তারা ।
রোহান মোস্তফা। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের নির্ভরতার এক নাম। আইসিসি টি-২০ রেংকিংয়ে ৯ নম্বর অলরাউন্ডার। দুবাইয়ের স্পোর্টস একাডেমির ইনডোরে অনুশীলনে ছিলেন। আগ্রহ নিয়ে কথা বলতে গেলে জানালেন, বাংলাদেশ নিয়ে নিজের মধুর স্মৃতি কথা। ২০১৬তে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
রোহান যখন এসএটিভির সঙ্গে…. তখন আরব আমিরাতের তিন মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপের ব্যাটে আর বলের ঝড়। কিন্তু মাঠে নেই স্বাগতিকরা। যেন নিজ দেশে পরবাসী। তাতে আক্ষেপের সুর মেলেনি রোহানের কণ্ঠে।
তবে বাস্তবতা মানতে হবে আমাদের। আশা করি ভবিষ্যতে আইসিসির ইভেন্টে আরব আমিরাতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। আর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার ইচ্ছে আছে আমাদের।
আফসোস নেই ভারতীয় বংশভূত ইউই ক্রিকেটার চেরাগ সুরিরও। আফিফ, মাহেদিদের সঙ্গে টি টেন লিগে একসঙ্গে মাঠে থাকায়, তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ক্রিকেট।
আরেক ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকী। আরব আমিরাতের পেসার বিভাগে নির্ভরতার প্রতীক। তিনিও ভক্ত হিসেবে বুকে লালন করেন তামিম-মাশরাফিদের।
প্রবাসী নাগরিকদের নিয়ে আরব আমিরাত ক্রিকেট দল। দুই বৈরি দেশ ভারত ও পাকিস্তান বংশোদ্ভূতদের নিয়েই গড়ে উঠেছে তাঁদের জাতীয় দল। স্বপ্ন দেখছেন একদিন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আরব আমিরাতের ক্রিকেট।