ঘন কুয়াশায় কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
গেলরাত ১২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে উভয় ফেরি ঘাটে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহি বাস ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া ঘাটেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে জানান তিনি।