প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার ফেরী চলাচল

- আপডেট সময় : ০১:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ৪ ঘন্টা বন্ধ রাখা হয়। প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার ফেরী চলাচল। যাত্রী নিয়ে মাঝনদীতে আটকে পড়ে চারটি ফেরি। ঘাটে তীব্র যানজট।
ঘন কুয়াশায় আচ্ছন্ন নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝনদীতে যাত্রী নিয়ে ৪টি ফেরি আটকে পড়ে। অন্য ফেরিগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে নোঙর করা রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ৪ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। সকাল থেকে ছোট বড় মিলে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ফেরি বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত মহাসড়কের ৬ কিলোমিটার এলাকাজুড়ে পাড়ের অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার বলে খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ঘন কুয়াশায় প্রায় পাঁচ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসি ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, পদ্মায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ নৌ-রুটে সব ধরনের ফেরী চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। সকাল ১০ টার পর আবারো ফেরী চলাচল শুরু হয়।