ঘণ কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায়

- আপডেট সময় : ০১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঘণ কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায়। এতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষরা।
দিনাজপুরে গেল কয়েকদিন ধরে ঘন কুয়াশায় কারণে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবি মানুষেরা। সারাদিনেও মিলছে না সূর্যের দেখা। তার পরেও অনেকে রিক্সা-অটোরিক্সা নিয়ে রাস্তায় নেমেছেন পেটের টানে শ্রমজীবিরা। জেলা আবহাওয়া পর্যবেক্ষনাগারের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামে বেড়েই চলেছে শীতের প্রকোপ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। দিনের তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যায় নামার সাথে সাথে ঘন-কুয়াশার সাথে নেমে আসছে কনকনে ঠান্ডা। এ অবস্থায় শীত কষ্টে ভুগতে শুরু করেছে এ জেলার ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে শিশু ও বৃদ্ধদের।
ময়মনসিংহে জেঁকে বসেছে তীব্র শীত। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। রাতভর বৃষ্টির ফোঁটার মত পড়ছে শিশির। সেই সাথে বইছে কনকনে হিমেল বাতাস। দীর্ঘ সময় পর সুর্যের দেখা মিললেও কমছে না শীত।
মানিকগঞ্জে সন্ধ্যায় হলেই কনকনে ঠান্ডার সাথে নেমে আসছে ঘন কুয়াশা। কুয়াশার সাথে গুরি গুরি বৃষ্টির মত ফোটা পড়ছে। আর কয়েক দিন ধরে ভর দুপুরেও মিলছে না সুর্যের দেখা। অন্যদিকে নিম্ন আয়ের মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।
শৈত প্রবাহের কারনে আবারো গাইবান্ধায় বেড়েছে শীতের প্রকোপ। গত দু’তিন দিন ধরে ঘন-কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।এর কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটছে।
মেহেরপুরে নামতে শুরু করেছে শীতের পারদ। তীব্র এ শীতে এ জেলার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গেল তিন ধরে সূর্যের দেখা মিলছে, সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতার সাথে ঘন-কুয়াশা। হিমালয়ের হিমেল বাতাসে দিন দিন শীতের তীব্রতা বেড়েছে’ উঠানামা করছে তাপমাত্রা ফলে শ্রমজীবি মানুষরা পড়েছে চরম বিপাকে। আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানান, সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।