গ্র্যান্ড প্যালেস হোটেল এ্যান্ড রিসোর্টের সাথে ওয়ান ব্যাংকের সমঝোতা চুক্তি সই

- আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিতে এসএ গ্রুপ অব কোম্পানিজের অঙ্গ প্রতিষ্ঠান- আন্তর্জাতিক মানের পাঁচ তারকা গ্র্যান্ড প্যালেস হোটেল এ্যান্ড রিসোর্টের সাথে সমঝোতা চুক্তি সই করেছে ওয়ান ব্যাংক। বিকেলে রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। এর ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা- প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের।
এখন থকে ওয়ান ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা গ্র্যান্ড প্যালেস হোটেল এ্যান্ড রিসোর্ট।
এ লক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সমঝোতা চুক্তি সই অনুষ্ঠান।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্হ এবং ওয়ান ব্যাংকের পক্ষে চুক্তি সই করেন ইভিপি এবং রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মাদ কামরুজ্জামান।
এই চুক্তির ফলে ওয়ান ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন কার্ড ধারীরা গ্র্যান্ড প্যালেস হোটেল এ্যান্ড রিসোর্টে অবস্থানকালীন সব ধরনের কক্ষ ও ব্যাঙ্কুয়েট হলে ৪৫ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ ছাড় পাবেন বলে জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক।
এর চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে জানান, ওয়ান ব্যাংকের রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মাদ কামরুজ্জামান।
এসময় ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অফ কার্ডস সৈয়দ মারুফ আলি এবং গ্র্যান্ড প্যালেস হোটেল এ্যান্ড রিসোর্ট সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।