‘গ্র্যান্ড প্যালেস অ্যান্ড রিসোর্ট’-এর সাথে সমঝোতা চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড

- আপডেট সময় : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিতে আন্তর্জাতিক ও পাঁচ তারকা মানের দেশীয় চেইন হোটেল ‘গ্র্যান্ড প্যালেস অ্যান্ড রিসোর্ট’-এর সাথে সমঝোতা চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড। বিকেলে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কর্পোরেট শাখার সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। এতে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট-এর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস মোস্তফা তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় এসএ গ্রুপের কর্ণধার ও গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট-এর ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠান দু’টির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশর অগ্রযাত্রায় ভুমিকা রাখতে ২০১৮ সালে বিভাগীয় শহর রংপুর এবং ২০২০ সালের ৩ মার্চ সিলেটে যাত্রা শুরু করে পাঁচ তারকা মানের দেশীয় চেইন হোটেল ‘গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট’।
উদ্বোধনের পর থেকে গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।এরই ধারাবাহিকতায় হোটেলগুলোতে আসা গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিতে ইউনাইটেড কমার্সিয়াল বাংক লিমিটেডের সাথে এক সমঝোতা চুক্তি সই হয়।
এ চুক্তির ফলে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের বিভিন্ন কার্ড হোন্ডারদের জন্য গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থানকালীন সুবিধাগুলো তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক।
আর গ্রাহক সেবাকেই মুল লক্ষ্য আখ্যায়িত করে ভবিষ্যতে দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি নিজ জেলা নোয়াখালীতেও এ ধরনের প্রতিষ্ঠান নির্মানের পরিকল্পনার কথা জানান এসএ গ্রুপের কর্ণধার।