গ্রাম থেকে রাজধানীর উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি রয়েছে: দুদক চেয়ারম্যান

- আপডেট সময় : ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দেশে গ্রাম পর্যায় থেকে রাজধানীর উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি রয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস দরকার।
দুপুরে ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন-২০১৯ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান বলেন, ২০১৯ সালে দুদকে মোট অভিযোগ আসে ২১ হাজার ৩৭১টি, অনুসন্ধানের জন্য নেয়া হয় এক হাজার ৭১০টি। একই বছরে মোট মামলা হয় ২৬৩টি, চার্জশিট দেয়া হয়েছে ২৬৭টির, সাজার হার ৬৩ শতাংশ। তবে ২০২০ সালে সাজার হার বেড়ে হয়েছে ৭৭ শতাংশ। আগের তুলনায় কাজের গতি বেড়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। এদিকে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন- রেকের সাথে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান। এসময় তিনি বলেন, পুরনো নিয়মের কারণে মাঠপর্যায় থেকে উচ্চ স্তরে দুর্নীতি হয়। দুর্নীতি দূর করতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার পাশাপাশি নানা সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে বলেও জানান ইকবাল মাহমুদ।