গ্রামে লোডশেডিং কমানোর জন্য সেখানে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেয়া হচ্ছে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গ্রামে লোডশেডিং কমানোর জন্য সেখানে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে এখন বিদ্যুতের ঘাটতি চলছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনের জন্য দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দু’দিন করা হয়েছে। তিনি বলেন, দেশে এখন ফসলের মৌসুম চলছে। ফসলহানি যাতে না হয়, সেজন্য সেচের সুবিধা চালু রাখতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেয়ার কথাও জানান ড. হাছান মাহমুদ।