গ্রামীণ অবকাঠামোর বরাদ্দে কোন দুর্নীতি হলে বরদাসত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের গ্রামীণ অবকাঠামোর বরাদ্দে কোন ধরনের দুর্নীতি হলে বরদাসত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা : মুরাদ হাসান।
দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে বাহাদুর স্মৃতি সড়কের ভিত্তি স্থাপন করার সময় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এতে দুর্নীতি হলে প্রধানমন্ত্রীর পরিকল্পনার বাস্তবায়ন হবে না বলেও জানান তিনি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার, মেয়র মনির উদ্দিনসহ আরো অনেকেই।