গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক বক্তি আহত হয়েছে। সকালে মুকসুদপুর উপজেলার পাঁচড়া ও পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদের রহমান জানান, পাঁচড়া গ্রামের সজিব শেখ পাশের গ্রামের রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পান। মঙ্গলবার বিকালে পাওনা টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় । এর জের ধরে সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । প্রায় ঘন্টাব্যপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মত আহত ৩০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।