গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা আত্মঘাতী : এফবিসিসিআই

- আপডেট সময় : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা মহামারি কাটিয়ে সবাই যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এমন সময়ে বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগকে আত্মঘাতী বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি ছাড়াও বিটিএমএ ও বিজিএমইএ’র শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তারা বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আমলাদের কাছ থেকে নয়, সংসদ থেকে আসতে হবে। । সরকারকে বেকায়দায় ফেলতে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে মনে করেন তারা।
বৈশ্বিক সংকটের মধ্যেই দেশের বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড…বিপিডিবি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন.. বিইআরসি।
এই নিয়ে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নিজ কার্যালয়ে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ব্যবসায়ী নেতারা বলছেন, এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব হবে আত্মঘাতি সিদ্ধান্ত।
সংগঠনের সভাপতি জসিমউদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে।
পরিচালনায় অদক্ষ জনবলের সংশ্লিষ্টতা জ্বালানি ও বিদ্যুতখাতকে বর্তমান পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার।
বিশ্ব প্রতিযোগিতায় রপ্তানি খাতে টিকে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।