গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান পেট্রোবাংলার
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৯১৯ বার পড়া হয়েছে
গভীর ও অগভীর সমুদ্রে ২৪টি ব্লকে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলার। সকালে এ নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী জানান, জ্বালানি উত্তোলনে দেশের স্বার্থ, বিদেশিদের আগ্রহ দুটিই খতিয়ে দেখা হয়েছে।
গভীর ও অগভীর সমুদ্রে ২৪টি ব্লকে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। দরপত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে, শতভাগ মুনাফা ফিরিয়ে নেয়ার সুবিধা, যে কোনো ধরনের সাক্ষর বোনাস বা সত্ত্ব মূল্য তুলে দেয়া এবং আকর্ষণীয় মূল্য নির্ধারণকে।
সকালে পেট্রোবাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে জ্বালানী প্রতিমন্ত্রী জানান, উৎপাদন বণ্টন চুক্তিতে অংশ নিতে বিভিন্ন দেশ পেট্রোবাংলার সঙ্গে যোগাযোগ করেছে।
নতুন উৎপাদন বণ্টন চুক্তি সব দিক থেকে আকর্ষণীয় করা হয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী জানান, দেশের স্বার্থের পাশাপাশি বিদেশি কোম্পানির আগ্রহের প্রতি নজর রাখা হয়েছে।
এর আগে ২০১৬ সালে সমুদ্র থেকে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য সর্বশেষ দরপত্র আহ্বান করা হয়।

 
																			 
																		



















