গোপালগঞ্জ নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই জমে উঠেছে প্রচার-প্রচারণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই জমে উঠেছে প্রচার-প্রচারণা।
বিকেলে নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার থেকে নির্বাচনী প্রচারণায় মোটর সাইকেল রেলী বের করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারমান প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান খান রাঙ্গা। মোটর সাইকেল রেলীটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান খান রাঙ্গা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ও দোয়া চান। মোটর সাইকেল রেলীটিতে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় চেয়ারমান প্রার্থী রাঙ্গা বলেন, আওয়ামী লীগ মনোনয়ন দিলে গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় এলাকার উন্নয়নে কাজ করে যাবেন তিনি।