গোপালগঞ্জ ও ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন

- আপডেট সময় : ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
গোপালগঞ্জে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই নির্মিত করোনা সুরক্ষা ট্যানেল উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের লঞ্চঘাটে করোনা জীবানুমুক্তকরণ টানেল অতিক্রম করে উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ১০৫-পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেলারেল মোহাম্মদ খালেদ কামাল। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, লে.কর্নেল শুভ ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। দুপুরে শহরের মধুগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে এ টানেলের উদ্বোধন করেন ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কারিগরী সহায়তায় ও কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এই জীবনুনাশক টানেল স্থাপন করা হয়।