গোপালগঞ্জে সীমা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে সীমা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
সকালে ডাঙ্গাদুর্গাপুর গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গেড়াখোলা ঢাকা-খুলনা সড়কের কাছে গিয়ে জড়ো হয়। পরে ঢাকা-খুলনা সড়কের পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তারা বলেন, মামলার ৭ জন আসামরি মধ্যে ৬জন আসামী গ্রেফতার হলেও বাকী একজন পলাতক রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার করে সর্বোচ্চ শান্তি ফাঁসি দাবী জানায়।


















