গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ মাহফুজ মোল্লা নামে এক যুবককে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ মাহফুজ মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা খেয়াঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বড়ফা খেয়াঘাট এলাকায় অভিযান চালালো হয়। এসময় গতিবিধি সন্দেহ হলে মাহফুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে সাড়ে তিন লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। গ্রেফতার মাহফুজ তার ভাই হুন্ডি ব্যবসায়ী রুবেল মোল্লার সাড়ে তিন লাখ ভারতীয় রুপি নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।