গোপালগঞ্জে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাজুনিয়া-গান্ধিয়াশুর আঞ্চলিক সড়ক
- আপডেট সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাজুনিয়া-গান্ধিয়াশুর আঞ্চলিক সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ সড়কের পাশে থাকা কয়েকটি শিল্প প্রতিঠান কাঁচা মালামাল ও কৃষি পণ্য পরিবহন করতে পারছে না। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী।
১৪ কিলোমিটার দৈর্ঘ্যের বাজুনিয়া-গান্ধিয়াশুর আঞ্চলিক সড়কের পুরোটাই ভেঙ্গে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে সব ধরণের যানবাহন চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিনিয়ত দুর্ভোগের পোহাচ্ছে সাধারন মানুষ, শিক্ষার্থী ও রোগীরা।
সড়কের পাশে অর্ধ-শতাধিক শিল্প প্রতিষ্ঠান, হাঁস-মুরগি, গরু-ছাগল এবং মৎস্য খামার গড়ে উঠেছে। মালামাল পরিবহন ও উৎপাদিত কৃষিপন্য আনা-নেয়া করা যাচ্ছে না। পরিবহন খরচও বেড়েছে দ্বিগুন। সড়কটি দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন, এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কার করা হবে বলে আশা করে, এলাকাবাসী।





















