গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাটি কাটা ভেগুরের সংঘর্ষে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাটি কাটা ভেগুরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হন আরো ১০ জন। গেল রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক জানান, বাগেরহাটের কাটাখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভেগুর সাথে সংঘর্ষ হয়। এতে বাস দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে বাসের চালক ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও আহত হন ১০জন। মারত্মক অবস্থায় ৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মেহেরপুরে, দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় খাইরুন নেছা নামের এক নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। সকালে মেহেরপুর গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।